আফগানিস্তানের শাসক তালেবান সরকারের এক প্রতিনিধিদলকে স্বাগত জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার আফগান মাটিতে বিদেশি সেনা উপস্থিতির বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে দেশটি। সফরটি এমন সময়ে হল, যখন গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি পুনর্দখলের প্রস্তাব দেয়, যা তালেবান সরকার প্রত্যাখ্যান করে। ২০২১ সালে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর বিশৃঙ্খল প্রত্যাহারের পর থেকেই ওই ঘাঁটিটি তালেবানদের নিয়ন্ত্রণে রয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছেআল আরাবিয়াহ। মস্কোতে আফগানিস্তানবিষয়ক এক আন্তর্জাতিক বৈঠকের উদ্বোধনী বক্তব্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তালেবান সরকারের প্রশংসা করে বলেন, তারা দেশটিতে আইএস ও অন্যান্য জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়ছে এবং অবৈধ মাদক উৎপাদন বন্ধে পদক্ষেপ নিচ্ছে। আরও পড়ুনআরও পড়ুনবাগরাম বিমানঘাঁটি নিয়ে আবারও আফগানিস্তান দখলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের? তিনি স্পষ্ট করে বলেন, ‘যে কোনো অজুহাতে আফগানিস্তান বা তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর...