রিমিংটন জানান, তিনি অনলাইনে আমাজন থেকে গামি অর্ডার করেছিলেন শুধু খাওয়ার ইচ্ছে থেকে। কিন্তু খাওয়ার তৃতীয় দিনেই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর প্রাথমিকভাবে চিকিৎসকেরা ভেবেছিলেন, এটি খাদ্যে বিষক্রিয়ার ঘটনা। তবে একাধিক পরীক্ষায় দেখা যায়, তার পরিপাকতন্ত্রে অস্বাভাবিক মাত্রায় জেলাটিন জমে আছে। পরীক্ষার ফলে জানা যায়, রিমিংটনের তীব্র ডাইভার্টিকুলাইটিস নামের এক ধরনের অন্ত্রের প্রদাহজনিত রোগ দেখা দিয়েছে। এই রোগে বৃহদান্ত্রের প্রাচীরে ছোট ছোট থলি বা ফোলাভাব (ডাইভার্টিকুলা) তৈরি হয়, যা সংক্রমণ বা প্রদাহ সৃষ্টি করে। চিকিৎসকেরা বলেন, অতিরিক্ত জেলাটিন বা কিছু নির্দিষ্ট উপাদান খাওয়ার ফলে অন্ত্রের চলাচলে বাধা সৃষ্টি হতে পারে, এমনকি ব্লকেজও দেখা...