এদিকে, মুহাম্মদ আবদুল হাকিমকে হত্যার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায় কয়েকজন মুখোশ পরা যুবক মদুনাঘাট এলাকায় আবদুল হাকিমের ব্যবহৃত প্রাইভেটকার থামিয়ে এলোপাতাড়ি গুলি করে পুনরায় মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। বেশ কয়েকটি গুলি প্রাইভেট কারের গ্লাস ছিদ্র হয়ে তার শরীরে লাগে। এ সময় তার সঙ্গে প্রাইভেটকারের ভেতর থাকা আরও একজন গুলিবিদ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুহাম্মদ আবদুল হাকিমকে মৃত ঘোষণা করেন। বিএনপি কর্মী আবদুল হাকিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফুঁসে ওঠেন নেতাকর্মীরা। তার হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চট্টগ্রাম কাপ্তাই সড়কের মদুনাঘাট, নোয়াপাড়া পথেরহাট, বাগোয়ান ইউনিয়নের গশ্চি নয়াহাট এবং পাহাড়তলী চৌমুহনী বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ...