বিশ্বনেতাদের নীরবতায় তৃতীয় বছরে পা রাখল গাজায় ইসরাইলি বর্বরতা। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২৪ মাস ধরে গাজায় একের পর এক নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরাইল। একটা পুরো জাতি নির্মূলে ইসরাইলের সর্বাত্মক এই চেষ্টার প্রথম শিকার ছিল শিশুরা। মঙ্গলবার আল-জাজিরার পরিসংখ্যানে বলা হয়েছে, গত দুই বছরে প্রতি ঘণ্টায় একজন শিশুকে হত্যা করেছে ইসরাইল সেনাবাহিনী। অন্তত ২০ হাজার শিশুকে হত্যা করেছে ইসরাইল। নানান টালবাহানার পর গত সপ্তাহে যুদ্ধবন্ধের নতুন ‘২০ দফা শান্তি প্রস্তাব’ উপস্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিসরের শার্ম এল শেখ শহরে হামাস-কাতার-মিসর-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চূড়ান্ত পর্যায়ের আলোচনাও চলছে হামাস-ইসরাইলের প্রতিনিধিদলে। সোমবার প্রথম দফার ‘ইতিবাচক আলোচনা’ শেষে মঙ্গলবার দুপুর থেকে দ্বিতীয় দফার বৈঠক শুরু হয়েছে বলে জানিয়েছে কাতার। তবু হামলা থামেনি। মঙ্গলবারও গাজা সিটিতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এএফপি, এপি। হামাসের...