ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীতে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে মঙ্গলবার,(০৭ অক্টোবর ২০২৫) পর্যন্ত মোট আক্রান্ত ৫১ হাজার ৪০৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ২১৭ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৭০ জন, ঢাকা বিভাগে ১৪২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৪১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৪ জন, খুলনা বিভাগে ৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৩৪ জন, রাজশাহী বিভাগে ৩২ জন, রংপুর বিভাগে ১০ জন আক্রান্তের তথ্য পাওয়া গেছে। নিহত ২ জনের মধ্যে ঢাকা উত্তরে ১ জন ও ঢাকা দক্ষিণে ১ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বয়সভেদে ৫ বছর বয়সের ৩৩জন, ৬-১০ বছর বয়সের ২৮...