জানা গেছে, নীলফামারীর ডিমলার ডালিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র ইরি চাষাবাদে সেচ প্রদানের জন্য নির্মিত ডালিয়া-জলঢাকা মূল সেচ ক্যানেলের তুহিন বাজার নামক স্থানের মূল সেচ ক্যানেল থেকে অতিরিক্ত পানি নাউতারা নদীতে নিষ্কাশনের জন্য নির্মিত আর-১টি স্কেপ সংরক্ষিত জায়গায় তুহিন বাজার এলাকার মৃত বাকী সরদারের ছেলে হাফিজুল ইসলাম (৪০) প্রকাশ্যে দিবালোকে পাকা স্থাপনা নির্মাণ করেন। অবৈধ স্থাপনা নির্মাণের সময় হাফিজুল ইসলাম গণমাধ্যম কর্মীদেরকে নিজেকে জামায়াত নেতা হিসেবে পরিচয় দেন। সরেজমিনে দেখা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৪ দিনের সরকারি ছুটি থাকার সুযোগে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)’র তুহিন বাজার সংলগ্ন মেইন ক্যানেল হতে অতিরিক্ত পানি নিষ্কাশনের জন্য নির্মিত আর-১টি স্কেপের লোহার বেড়ায় ঘিরে রাখা সংরক্ষিত স্পর্শকাতর এলাকার জায়গা দখল করে নির্মাণ করা হয় পাকা স্থাপনা। সদ্যনির্মিত জামায়াত নেতার ওই অবৈধ পাকা স্থাপনাটি...