সার্বিয়ার কিংবদন্তি নোভাক জোকোভিচের চোট সমস্যা দীর্ঘদিনের। চোটের প্রকোপ সঙ্গী করে পঞ্চমবারের মতো সাংহাই মাস্টার্স জয়ের লক্ষ্যে জ্যামু মুনারকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছেন তিনি। ২৪ বারের গ্র্যান্ড স্লামজয়ী জোকো এদিন মুনারের বিপক্ষে শেষ ষোলোয় জয় পেয়েছেন ৬-৩ (৫-৭),(৬-২) সেটে। অ্যাঙ্কেলের চোটে আগের রাউন্ডে ভুগেছেন জোকোভিচ। রোববার জান্নিক হিফম্যানের বিপক্ষে অত্যধিক গরমে অস্বস্তিতে পড়েন তিনি। ম্যাচের দিনের স্বাভাবিক তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রী সেলসিয়াসের উপরে। মুনারের বিপক্ষে প্রথম সেটে মেডিকেল টাইম আউট নিতে...