বালাইনাশক স্থানীয়ভাবে উৎপাদন ও রপ্তানিমুখী করার উদ্যোগ নিয়েছে সরকার দেশের স্বার্থে নীতি সংস্কার করে বালাইনাশক স্থানীয়ভাবে উৎপাদন ও রপ্তানিমুখী করার উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি এ সংক্রান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তঃসভায় বাণিজ্য উপদেষ্টা ও সচিব স্থানীয়ভাবে বালাইনাশক উৎপাদনের লক্ষ্যে উৎপাদনকারীদের সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন। বাংলাদেশ সরকার কীটনাশকের আমদানি নির্ভরতা কমাতে এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে স্থানীয়ভাবে বালাইনাশক উৎপাদনে গুরুত্বারোপ করেছে, যদিও নীতিগত বাধা ও কাঁচামাল আমদানিতে শুল্কের মতো প্রতিবন্ধকতা এখনো বিদ্যমান। স্থানীয় উৎপাদন বাড়াতে নিবন্ধন প্রক্রিয়া সহজ করা, আমদানিকৃত কাঁচামালের ওপর থেকে শুল্ক কমানো এবং স্থানীয় উৎপাদিত বালাইনাশক বাজারজাত করার সুযোগ তৈরি করা প্রয়োজন বলে মনে করছেন কর্তৃপক্ষ।তবে অভিযোগ রয়েছে, স্থানীয়ভাবে বালাইনাশক উৎপাদনের গুরুত্বকে উপেক্ষা করে অসাধু ট্রেডিং সিন্ডিকেট বিভিন্ন উপায়ে উৎপাদনকারী সৎ ও পরিচ্ছন্ন ব্যবসায়ীদের বিরুদ্ধাচরণ শুরু করেছে...