চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শিল্পপতি সরওয়ার আলমগীর বলেছেন, হেফাজতে ইসলামের আমির হাফেজ জুনায়েদ বাবুনগরীকে কোটি কোটি টাকার প্রলোভন দেখিয়েও আদর্শচ্যুত করা যায়নি। বিগত ফ্যাসিস্ট সরকার চাপ প্রয়োগ করে জুনায়েদ বাবুনগরীর সাথে বৈঠক করতে চেয়েছিলেন। আক্ষেপ করে প্রয়াত হেফাজত আমির তখন বলেছেন, এ বৈঠকের আগেই যেন আমার মৃত্যু হয়। হয়েছেও তাই। সোমবার রাতে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি সফল করার লক্ষ্যে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। তিনি আরো বলেন, নতুন প্রজন্মের অনেকেই না বুঝে আওয়ামীলীগ, ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েছে। বিগত ১৭ বছরে আওয়ামী লীগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও বিএনপিকে ভিলেন বানানোর ব্যর্থ করেছিল। এ দেশের জনগণ বিএনপিকে মনিকোঠায়...