টানা দ্বিতীয় মৌসুমে লোকসান হয়েছে বার্সেলোনার। তবে আয় বেড়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নদের, কমেছে লোকসানের পরিমাণ। আগামী মৌসুমে লাভে ফেরার আশা করছে তারা। বার্সেলোনা মঙ্গলবার জানিয়েছে, ২০২৪-২৫ মৌসুমে কর দেওয়ার পর তাদের লোকসান হয়েছে ১ কোটি ৭০ লাখ ইউরো। আগের মৌসুমে তাদের কর-পরবর্তী লোকসানের পরিমাণ ছিল ৯ কোটি ১০ লাখ ইউরো। গত মৌসুমে বার্সেলোনার আয় ১০ কোটি ইউরো বেড়ে হয়েছে ৯৯ কোটি ৪০ লাখ ইউরো। গত কয়েক বছরের ভোগান্তির পর অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি দেখছে কাতালান ক্লাবটি। তাদের আয় বাড়ায় বড় ভূমিকা রেখেছে নাইকির সঙ্গে নতুন চুক্তি, মার্চেন্ডাইজিং পণ্য বিক্রি বৃদ্ধি, মাঠের পারফরম্যান্সে উন্নতি এবং অলিম্পিক স্টেডিয়ামে দর্শক বৃদ্ধি। বার্সেলোনা আশাবাদী, এই ধারা পরের মৌসুমে অব্যাহত থাকবে এবং আয় ১০০ কোটি ইউরো ছাড়িয়ে যাবে। কাম্প নউয়ে ফিরলে বাড়তি ৫ কোটি ইউরো আয়ের পাশাপাশি...