গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ঢাকার দৃক পাঠভবনে মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সারা পৃথিবীর মানুষের সাথে কণ্ঠ মিলিয়ে ফিলিস্তিন মুক্তির দাবিতে দৃক এই সাংস্কৃতিক প্রতিবাদের আয়োজন করে বলে আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সন্ধ্যা ৬টায় গান, কবিতার মাধ্যমে ফিলিস্তিনের লোকজনের পক্ষে এবং ইসরায়েলের আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও আওয়াজ তোলার এই আয়োজনটি শুরু হয়। এতে গান পরিবেশন করেন সংগীতশিল্পী সায়ান, মুয়ীজ মাহফুজ, সূচী মারমা ও ব্যান্ড সমগীত। কবিতাপাঠে অংশগ্রহণ করেন ফেরদৌস আরা রুমী, রুম্মানা জান্নাত, মুনিমাহ মাহরিন, জাহিদ জগৎ, সোনিয়া হাসান, সৈকত আমীন, অরূপ রাহী, সৈয়দ মুসা রেজা, ফায়েজা রামীম, শায়েখ সোয়েব ও তাহমীদ চৌধুরী। অনুষ্ঠান চলাকালে ছবি এঁকে সংহতি প্রকাশ করেন চিত্রশিল্পী সুমন হালদার, নজির আমীন চৌধুরী জয়, রিফাত ফাতেমা আনিসা ও জান্নাতুল ইসলাম বিপা। সবশেষে 'বেলা...