সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জনদুর্ভোগ লাঘবে আমরা তিন স্তরের ইট বিছানোর কাজ করছি।’ প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ বলেন, ‘নতুন বরাদ্দ পাওয়া গেছে। প্রকল্পের কিছু সমস্যার সমাধান হয়েছে। আশা করছি, আগামী দুই মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে।’ নাম প্রকাশ না করার শর্তে সওজের এক কর্মকর্তা বলেন, ‘এটি কোনো অস্থায়ী সংস্কার নয়, বড় ধরনের কাজ। আমরা নির্দেশনার অপেক্ষায় ছিলাম। সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা পাওয়ার পরই আমরা কাজ হাতে নিয়েছি।’ সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। উপদেষ্টার আগমনের খবরে তড়িঘড়ি করে চলছে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে সংস্কার কাজ -সংবাদ ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের অসহনীয় যানজট নিরসনে হঠাৎ নড়েচড়ে বসেছে সড়ক ও জনপথ বিভাগ...