নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে পণ্যবাহী নৌযানে চাঁদাবাজির সময় পুলিশের সাথে নৌ-চাঁদাবাজদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে নদীর নুনেরটেক এলাকায় সংঘর্ষের এই ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের ৩ সদস্যসহ আহত হয়েছেন ৫ জন। এসময় ২ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘনা নদী দিয়ে বালু, পাথর, সিমেন্ট, তেলসহ বিভিন্ন পণ্যবাহী নৌযান চলাচলের সময় প্রতিদিন চাঁদাবাজরা চাঁদা তুলে থাকে। মঙ্গলবার সকালে এমবি জয়নব বৃষ্টি পরিবহন নামের একটি বাল্কহেডে চাঁদা দাবি করে চাঁদাবাজরা। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় বাল্কহেডের শ্রমিক মহিবুল্লাহ ও জাকারিয়া ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে তারা। খবর পেয়ে বৈদ্যেরবাজার ও মেঘনা থানাধীন চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথভাবে সেখানে অভিযান চালালে চাঁদাবাজরা পুলিশের ওপর রড, লাঠী ও টেঁটা নিয়ে হামলা চালায়। এতে পুলিশের এএসআই মাকসুদ,...