রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) বিরুদ্ধে ‘মানবতাবিরোধী অপরাধের’ বিচারের জন্য আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা। ইতোমধ্যে একজন কর্মকর্তাকে এ অভিযোগ তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তে আওয়ামী লীগের সহযোগী হিসেবে জোটভুক্ত দলগুলোর নাম এলে তাদের বিষয়েও ব্যবস্থা নেয়া হবে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মঙ্গলবার,(০৭ অক্টোবর ২০২৫) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। শিক্ষার্থী-জনতার আন্দোলন দমাতে গিয়ে ‘গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে’ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, তার দলের নেতাকর্মী এবং সমমনাদের বিরুদ্ধে এখন ট্রাইব্যুনালে বিচার চলছে। আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলেই তিনি নির্বাচনের অযোগ্য হবেন: চিফ প্রসিকিউটর ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘দল হিসেবে, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলমান ছিল। আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।’...