শান্তি আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলের বিমান হামলা চলছে। মঙ্গলবারের হামলায় ভবনের ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছতে আলোচনার জন্য প্যালেস্টাইনের মুক্তিকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা মিশরের শারম আল-শেইখে পরোক্ষ আলোচনা শুরু করেছেন। এই আলোচনায় উপস্থিত রয়েছেন মধ্যস্থতাকারীরাও। আলোচনা কয়েকদিন চলতে পারে বলে ধারণা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। এদিকে গাজা যাওয়ার পথে সাগর থেকে ইসরাইল বাহিনীর ধরে নিয়ে যাওয়া সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ ছাড়া পেয়ে এথেন্স বিমানবন্দরে পৌঁছানোর পর প্যালেস্টাইনপন্থি উল্লসিত জনতা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। বিবিসিকে প্যালেস্টাইন ও মিশরীয় কর্মকর্তারা বলেছেন, মিশরের শারম আল-শেইখে বৈঠকে মূলত সম্ভাব্য বন্দীবিনিময়ের জন্য ‘মাঠ পর্যায়ের পরিবেশ তৈরি করা’ নিয়ে আলোচনা প্রাধান্য পাচ্ছে, যাতে ইসরায়েলি সব জিম্মি মুক্তির বিনিময়ে প্যালেস্টাইন...