বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অংশের এক বিচ্ছিন্ন জনপদের নাম গাবুরা। এটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার একটি নদী বেষ্টিত দ্বীপ ইউনিয়ন। এই জনপদে নেই কোন পাঁকা বা কার্পেটিং রাস্তা, নেই চিকিৎসা কেন্দ্র, নেই পর্যাপ্ত নাগরিক সুবিধা। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগ নদী ভাঙন, বন্যা, ঘূর্ণিঝড়ে বার বার আঘাত হানে এই এলাকায়। একটি দূর্যোগ কাটিয়ে উঠতে না উঠতে আরও একটি দূর্যোগ দেখা দেয়। আর প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের জীবনে নেমে আসা চরম দুর্ভোগ।জানা গেছে, এই অঞ্চলের পাঁকা বা কার্পেটিং রাস্তা না থাকায় দুই চাকার বাহনই একমাত্র ভরসা তাদের। একটুখানি বৃষ্টি হলে সেটিও বন্ধ হয়ে যায়। এতে সীমাহীন দূর্ভোগে পড়ে এই দ্বীপ ইউনিয়নবাসী। জলবায়ু পরিবর্তন, নদী ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্নতা, প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে টিকে আছেন এই দ্বীপের বাসিন্দারা।স্থানীয় সরকার বিভাগ বলছেন অন্য জায়গার...