আগামী বছরের শুরু থেকেই নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সম্প্রতি এই তথ্য নিশ্চিত করেছেন। তবে মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন পে-স্কেল নিয়ে বিস্তারিত পরে জানাবেন। বর্তমানে নতুন পে-স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন কত বৃদ্ধি পেতে পারে তা নিয়ে আলোচনা চলছে। কমিশনের এক সদস্য জানিয়েছেন, এটি ১০ বছর পর গঠিত কমিশন। এই সময়ে মূল্যস্ফীতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, তাই তা বিবেচনায় রেখে সুপারিশ করা হবে। এছাড়াও বর্তমানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতনের অনুপাত (১২:১, ১০:১, ৮:১) নিয়ে যে আলোচনা চলছে, সেটিও কমিশনের নজরে রয়েছে। এ আলোচনায় ২০টি গ্রেডকে কমিয়ে বেতনের অনুপাতে সমন্বয় করার পরিকল্পনা রয়েছে। নতুন স্কেলে মূল বেতন দ্বিগুণ হওয়ার সম্ভাবনা...