বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেছিলেন যুবক বয়সে। সেই স্মৃতি নিয়ে কেটেছে পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোতালেব আকনের (৭০) তাঁর রাজনৈতিক জীবন। বয়সের ভারে ন্যুব্জ এই নেতার ইচ্ছা ছিল দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একবার কথা বলার। গতকাল সোমবার তাঁর সেই ইচ্ছা পূরণ হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান তাঁর সঙ্গে কথা বলেছেন। তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আবেগে চোখ ভিজে ওঠে মোতালেব আকনের। পুরোনো স্মৃতি স্মরণ করে তিনি বলেন, জিয়াউর রহমান পিরোজপুর সদরের টোনা ইউনিয়নের চলিশা গ্রামে এসেছিলেন। তখন তিনি জিয়াউর রহমানের হাত ধরে মঞ্চে নিয়ে গিয়েছিলেন। সেটা তাঁর জীবনের সবচেয়ে বড় স্মৃতি। সেই থেকে তিনি বিএনপি করে আসছেন। তিনি স্বপ্ন দেখেন, একবার তারেক রহমানের হাত ধরে তাঁকে...