সানফ্রান্সিসকো থেকে এএফপি জানায়, নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটভিত্তিক কথোপকথনের মধ্যেই মিউজিক চালানো, হোটেল বা ফ্লাইট বুকিং করা, রিয়েল এস্টেট সার্চ করা এবং আরও অনেক কাজ করতে পারবেন। ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান বার্ষিক ‘ডেভেলপার ডে’ অনুষ্ঠানে এই নতুন টুল উদ্বোধন করেন। তিনি বলেন, ‘অ্যাপ এসডিকে (SDK) চ্যাটজিপিটিকে তৃতীয় পক্ষের বিভিন্ন অ্যাপের সঙ্গে সংযুক্ত করতে সহায়তা করবে, যা ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও ইন্টার্যাকটিভ করবে।’ প্রথম ধাপে বুকিং.কম, ক্যানভা, কোর্সেরা, ফিগমা, এক্সপিডিয়া, স্পটিফাই ও জিলো চ্যাটজিপিটির সঙ্গে কাজ শুরু করেছে। বছরের শেষের দিকে উবার, অলট্রেইলস ও ডোরড্যাশ যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। তবে ইউরোপে এই ফিচার এখনও চালু করা হয়নি, কারণ সেখানে এআই ব্যবহারে নিয়মনীতি কড়া এবং বৈধতা প্রক্রিয়া আরও কঠোর। নতুন এই ইন্টিগ্রেশন ফিচার চ্যাটজিপিটিকে আরও শক্তিশালী ডিজিটাল সহকারী হিসেবে গড়ে...