বিবিসি জানায়, তারা এই অভিযানে প্রবেশাধিকার পেয়েছে- এর মধ্যে আছে সন্দেহভাজনদের তথ্য, পাচারের পদ্ধতি, এবং লন্ডন ও হার্টফোর্ডশায়ারে ২৮টি স্থানে অভিযান চালানোর বিস্তারিত বিবরণ। তদন্তের সূচনা হয় গত বছর বড়দিনের আগের সন্ধ্যায়, যখন এক ব্যক্তি ইলেকট্রনিক ট্র্যাকিংয়ের মাধ্যমে তার চুরি হওয়া আইফোনের অবস্থান খুঁজে পান হিথ্রো বিমানবন্দরের কাছে এক গুদামে। “গুদামের নিরাপত্তাকর্মীরা সহযোগিতা করেন, এবং দেখা যায় ফোনটি ছিল একটি বাক্সে— যেখানে আরও ৮৯৪টি ফোন ছিল,” বলেন গোয়েন্দা কর্মকর্তা মার্ক গ্যাভিন। পরে পুলিশ দেখতে পায় প্রায় সব ফোনই চুরি হওয়া, যেগুলো হংকং পাঠানোর তোড়জোড় চলছিল। পরবর্তী আরও চালান আটকানোর পর প্যাকেজগুলোর ফরেনসিক বিশ্লেষণে দুইজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়। অভিযানের সময় পুলিশ ক্যামেরায় দেখা যায়— সশস্ত্র কর্মকর্তারা মাঝরাস্তায় একটি গাড়ি আটকাযন। গাড়ির ভেতর থেকে অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়ানো ফোন পাওয়া যায়, যা...