জঙ্গল সলিমপুরে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। মঙ্গলবার বিকালে নগরীর চেরাগী পাহাড় মোড়ে সমাবেশ থেকে এ দাবি জানান সাংবাদিক নেতারা। সমাবেশে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, “৫৪ বছরের ইতিহাসে গণমাধ্যম তথা সাংবাদিকদেরকে কখনো রাষ্ট্রযন্ত্রের সঙ্গে কখনো রাজনৈতিক পেশী শক্তির সঙ্গে লড়াই করে সামনের দিকে এগিয়ে যেতে হয়েছে। আজকের দিনেও এই কঠিন বাস্তবতার কোনো ব্যতিক্রম হয়নি। “সাংবাদিক সমাজ এই অবস্থা থেকে উত্তরণ চায়। এটা দেশ এবং সমাজের স্বার্থে। গণমাধ্যম তথা সাংবাদিকদের ন্যায্য দাবি ও নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের। সেই রাষ্ট্রের চাকুরে হিসেবে পুলিশ প্রশাসনের ভূমিকা এক্ষেত্রে সবার আগে। অবিলম্বে দুই সাংবাদিকদের উপর হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।” জঙ্গল সলিমপুরের আলিনগর এলাকায় শনিবার ভোরে ইয়াছিন ও রোকন-গফুর বাহিনীর মধ্যে...