০৭ অক্টোবর ২০২৫, ১০:২৬ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১০:২৬ পিএম শেরপুরের নালিতাবাড়ীতে খোরশেদ আলম নামে এক ভুয়া ডাক্তারকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে তার ছেলে ফার্মেসি মালিককে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) পৌর শহরের তারাগঞ্জ মধ্য বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। দণ্ডপ্রাপ্ত খোরশেদ আলম শহরের ছিটপাড়া মহল্লার মৃত মোহাম্মদ আলীর ছেলে ও খোরশেদ আলম ও তার ছেলে ফার্মেসি মালিক সালমান সাদিক। এই সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ, শেরপুরের ওষুধ প্রশাসনের তত্বাধায়ক জাহিদুল ইসলাম ও নালিতাবাড়ী থানা পুলিশ উপস্থিত ছিলেন।ভ্রাম্যমাণ আদালত জানায়, দীর্ঘ সময় ধরে খোরশেদ আলম শহরের দক্ষিণ বাজার এলাকায় চেম্বার খোলে প্রতিনিয়ত...