গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কাশিয়ানী) আসনের রাজনীতি যেন এক অদৃশ্য স্রোতের মতো ধীরে ধীরে বদলে যাচ্ছে। পোস্টার-ফেস্টুনের কোলাহলের বাইরে, তৃণমূলের মানুষের মুখে এখন যে নামটি উচ্চারিত হয়, তিনি বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। মাঠের রাজনীতিতে তাঁর উপস্থিতি, আন্তরিকতা আর মানুষের পাশে থাকার গল্প ছড়িয়ে পড়েছে গ্রাম থেকে গ্রামান্তরে। শান্ত, বিনয়ী, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আপসহীন-এই তিনটি শব্দই যেন তাঁকে সবচেয়ে ভালোভাবে চেনায়। শৈশবে স্কুলে অন্যায় দেখলেই প্রতিবাদ করতেন, বড় হয়ে সেই সাহসটাই তাঁকে নিয়ে গেছে রাজনীতির মঞ্চে। বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্ররাজনীতির মধ্য দিয়ে নেতৃত্ব ও সংগঠনের পাঠ নেওয়া সেলিমুজ্জামান আজ সেই অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন জনগণের স্বার্থে। রাজনীতির কঠিন সময়ে হামলা, মামলা আর কারাবাস তাঁর জীবনের অংশ হয়ে গেছে। কিন্তু প্রতিবারই নতুন উদ্যমে, নতুন আশায় রাজপথে ফিরেছেন তিনি। মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতাই যেন তাঁকে চালিত করে।...