টি-টোয়েন্টি ক্রিকেটে ছক্কা হাঁকানো বা পাওয়ার হিটিংয়ে বেশ পিছিয়ে থাকে বাংলাদেশ দল। তবে আগের চেয়ে এই জায়গায় বেশ উন্নতি করেছে টাইগার ব্যাটাররা। অন্তত পরিসংখ্যানের দিকে তাকালে সেই উন্নতি বেশ ভালোভাবেই চোখে পড়ে। টি-টোয়েন্টিতে শতাধিক ছক্কা ছাড়িয়ে গেছে বাংলাদেশ। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এ বছর অন্তত ১০০টি ছক্কা মেরেছে পাঁচ দল। পঞ্চম স্থানে থাকা ইংলিশরা ১২ ম্যাচ খেলে হাঁকিয়েছেন ১০০ ছয়। ১১ ম্যাচে ১১১ ছয় হাঁকিয়ে চারে অস্ট্রেলিয়া। ৩ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ ১৫ ম্যাচ খেলেই হাঁকিয়েছে ১৪৮টি। ছক্কা হাঁকানোর এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। ২৪ ম্যাচে ১৭১টি ছক্কা হাঁকিয়েছেন বাংলাদেশি ব্যাটাররা। এতে টি-টোয়েন্টিতে ছক্কা হাঁকানোতে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ। ২০২৪ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে ১২২ ছক্কা হাঁকিয়েছিল বাংলাদেশ। এ বছর এরই মধ্যে সেই রেকর্ড ভেঙেছে। সংখ্যাটি আরও বাড়িয়ে নেওয়ার...