০৭ অক্টোবর ২০২৫, ১০:৩৩ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১০:৩৩ পিএম চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজবাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লঙ্ঘনের অভিযোগে দুই দোকানিকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন। তিনি বলেন, “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ ভোক্তা-বিরোধী বিভিন্ন অপরাধের কারণে দুই দোকানিকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” অভিযানে কর্ণফুলী থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করে। তেঁতুলিয়ার বুড়াবুড়ি ইউনিয়নে জামায়াতের সিরাতুন্নবী(স:) মাহফিল অনুষ্ঠিত আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই – মাও: আব্দুল হালিম মানিকগঞ্জের বৈকুন্ঠপুর–সিংজুরি সড়কে কালিগঙ্গা নদীর উপর ৩০৩ মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজ...