০৭ অক্টোবর ২০২৫, ১০:২১ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১০:২১ পিএম ফের ভয়াবহ ভূমিধসের সাক্ষী থাকল ভারতের পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশ। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধেয় বিলাসপুরে ভয়াবহ ভূমিধসের কারণে পাহাড় থেকে বিরাট এক পাথরের চাঁই গড়িয়ে পড়ে নিচের রাস্তা ধরে ছুটে চলা এক বাসের উপরে। বিশাল পাথরের চাঁইয়ের আঘাতে দুমড়ে-মুচড়ে যায় বাসটি। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েন বাসে থাকা যাত্রীরা। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কমপক্ষে ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে থাকা অন্যান্য বাসযাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে। বাসটিতে কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি। তবে যেভাবে বাসটি দুমড়ে মুচড়ে গিয়েছে তাতে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু। পুলিশ জানিয়েছে, এদিন বিলাসপুরের ভারথির কাছে...