অভিনেতা এস এম আশরাফুল আলম সোহাগ। মিডিয়া জগতে সোহাগ নামেই পরিচিত। রহমতুল্লাহ তুহিনের ‘যখন কখনো’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মধ্যদিয়ে মিডিয়াতে পথচলা শুরু সোহাগের। এরপর থেকে আজ অবধি তিনি একের পর এক নাটকে অভিনয় করে দর্শকের প্রিয় হয়ে উঠেছেন। এই সময়ে এসে নির্মাতাদের কাছে গল্পানুযায়ী একজন অত্যাবশ্যকীয় অভিনেতায় নিজেকে পরিণত করেছেন। সোহাগ বলেন, স্বপ্ন ছিল অভিনেতা হবো, সময়ের ধারাবাহিকতায় অনেক কষ্ট ও শ্রমের পর অবশেষে কিছুটা হলেও অভিনেতা হিসেবে দেশ-বিদেশে আমার একটা পরিচিতি এসেছে। যখন যেখানে যাই, ভক্ত দর্শক ভালোবেসে আমার কাছে আসেন, আমার সঙ্গে কথা বলেন, কেউ কেউ ছবিও তোলেন-এই যে ভালোবাসা এর সত্যিকার অর্থেই কোনো তুলনা হয় না। সত্যিই আমার পরম সৌভাগ্য যে দর্শক আমাকে ভালোবাসেন, তাদের ভালোবাসায় আমাকে আগলে রাখেন। আমি কৃতজ্ঞ দর্শকের প্রতি। কৃতজ্ঞ আমার সকল প্রযোজক,...