মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় বাংলা ও আইসিটি বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন পরিবর্তন করা হয়েছে। বিষয়টি এনসিটিবি কর্তৃক সংশোধিত হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশনা নিয়ন্ত্রক প্রফেসর এফ এম সাকিরুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশোধিত কাঠামো ও নম্বর বিভাজন সকল শিক্ষার্থী ও শিক্ষকদের জ্ঞাতার্থে প্রকাশ করা হলো। রচনা মূলক অংশের বর্ণনামূলক প্রশ্নের পরিবর্তে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেওয়া হবে। অনুবাদের জন্য বরাদ্দ ১০ নম্বর সংবাদ প্রতিবেদন অংশে যুক্ত করা হয়েছে। সংক্ষিপ্ত-উত্তর...