গত ২৫ সেপ্টেম্বর সর্বজনীন ছাত্র ঐক্য পরিষদ প্যানেলের ১৩ সদস্যের নাম ঘোষণা করা হয়। ওই প্যানেল থেকে রেদোয়ান ভিপি পদে এবং সালমান দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ অক্টোবর। এদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সংসদে ২৬ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ প্রার্থী। অন্যদিকে ১৪টি হলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন।প্রতিটি হলে ১৪টি করে পদ রয়েছে। নির্বাচনে মোট ভোটাধিকার প্রয়োগ করবেন ২৭ হাজার ৫১৮ শিক্ষার্থী। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোট গ্রহণের ২৪ ঘণ্টা আগপর্যন্ত সব ধরনের নির্বাচনী প্রচারণা করা যাবে। অর্থাৎ প্রার্থীরা ১৪ অক্টোবর সকাল ৯টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী...