চাঁপাইনবাবগঞ্জ ফুড ক্লাবে দলটির নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সারজিস আলম। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জুলাই সনদের যথাযথ বাস্তবায়ন এবং বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান বিষয় দেখার ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, ‘‘বর্তমান সরকারের অনেকে মনে করছেন নির্বাচন দিয়ে সমাধান। যদি জুলাই সনদের যথাযথ বাস্তবায়ন না হয়, আমরা এই বিচারিক প্রক্রিয়া দৃশ্যমান বিষয় না দেখতে পাই; তাহলে সংকট আরো বাড়বে।’’ মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ ফুড ক্লাবে দলটির নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন মন্তব্য করেন। সারজিস আলম বলেন, ‘‘জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন ও বিচার, সংস্কারের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক ধারায় যেতে চাই। আগামী নির্বাচনে এনসিপি শক্তিশালী জায়গায় তাদের সাংগঠনিক দক্ষতায় অংশগ্রহণ করবে। এর মধ্য দিয়ে...