হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বকেয়া টাকা চাওয়ায় এক শিক্ষার্থীর বিরুদ্ধে ক্যান্টিন পরিচালক জহুরুল হককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে এ মারধরের ঘটনা ঘটে।আরো পড়ুন:রাত আড়াইটায় হাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা অভিযুক্ত শিক্ষার্থী হলেন, বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮তম ব্যাচের জাহাঙ্গীর আলম। জানা যায়, মঙ্গলবার আনুমানিক রাত ৮টার দিকে ক্যান্টিনে বাকি টাকা নিয়ে বিজয় ২৪ হলের ক্যান্টিন পরিচালক জহুরুল হকের সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী জাহাঙ্গীর আলমের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে তাকে মারধর করেন ওই শিক্ষার্থী। ভুক্তভোগী ক্যান্টিন পরিচালক জহুরুল বলেন, “আজ রাত ৮টার দিকে তিনি দোকান থেকে জিনিস নিয়ে বাকীতে লিখতে বলেন। আমি বলি, ‘আপনি বাকি নিবেন সেই কথা আগে বলবেন না। আগেরই তো অনেক বাকি আছে সেগুলো এখনো...