সবার জন্য ন্যায্যতার ভিত্তিতে চিকিৎসায় ব্যবহৃত (মেডিক্যাল) অক্সিজেন নিশ্চিত করতে আরও শক্তিশালী সুশাসন ও বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ অক্সিজেন সামিট। মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আইসিডিডিআর,বির উদ্যোগে দিনব্যাপী অক্সিজেন সামিট ২০২৫-এ এ আহ্বান জানােনা হয়। ‘সবার জন্য নিরাপদ, সুলভ ও নির্ভরযোগ্য মেডিক্যাল অক্সিজেনের জাতীয় রোডম্যাপ’ বিষয়ক প্রতিপাদ্যে অনুষ্ঠিত এই সম্মেলনে নীতিনির্ধারক, বিজ্ঞানী, শিক্ষাবিদ, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত ও সরকারি প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল, সবার জন্য অক্সিজেন প্রাপ্তি নিশ্চিত করতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি করা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সাইয়েদুর রহমান। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন আইসিডিডিআর,বির সিনিয়র বিজ্ঞানী (ইমেরিটাস) এবং দ্য ল্যানসেট গ্লোবাল হেলথ কমিশন অন মেডিক্যাল অক্সিজেন সিকিউরিটির...