জাতীয় ক্রীড়া পরিষদের (এনসিসি) কোটায় মনোনীত হয়েও বেশিক্ষণ বিসিবি পরিচালক পদে টিকে থাকতে পারেননি ব্যবসায়ী ইশফাক আহসান। আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা থাকার কারণে তার মনোনয়ন প্রত্যাহার করে নেয় এনসিসি। আর এতেই তার জায়গায় বিসিবি পরিচালক হিসেবে ক্রীড়া পরিষদের মনোনয়ন পাচ্ছেন কর্পোরেট ব্যক্তিত রুবাবা দৌলা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইতিহাসে মাত্র দ্বিতীয় নারী হিসেবে বোর্ড পরিচালকের দায়িত্ব পেয়েছেন রুবাবা দৌলা। এর আগে মনোয়ারা আনিস মিনু ছিলেন বিসিবির প্রথম নারী পরিচালক। ২০০৭-০৮ মৌসুমে প্রায় দেড় বছর বিসিবির নারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এবার মিনুর পর দ্বিতীয় নারী হিসেবে বিসিবি পরিচালকের দায়িত্ব পেতে যাচ্ছেন রুবাবা। জানা গেছে রুবাবা দৌলা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকলের বাংলাদেশ ,নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের পদে কর্মরত আছেন। এর আগে টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ...