মিশরের আল-আজহার মসজিদে হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো বিশিষ্ট আলেম, মিশরের সিনিয়র আলেম পরিষদের সদস্য ও আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আহমদ ওমর হাশেমের জানাজা। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত জানাজায় আল-আজহারের গ্র্যান্ড ইমাম ড. আহমেদ আত-তাইয়েব, আল-আজহারের উপ-ইমাম ড. মুহাম্মদ আদ-দুইনি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালামা জুমা দাউদ, প্রখ্যাত আলেম ও সাবেক ধর্মবিষয়ক মন্ত্রী ড. ওসামা আল-আজহারি, বর্তমান গ্র্যান্ড মুফতি ড. নাজির আয়্যাদ, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সিদকি সুবহি, সাবেক উপাচার্য ড. ওসামা আল-আবদ, উপ-উপাচার্য ড. মাহমুদ সিদ্দিক ও ড. রমজান আস-সাওয়ি, আল-আজহার ইনস্টিটিউট বিভাগের প্রধান শেখ আইমান আবদুল গনি, ইসলামিক রিসার্চ একাডেমির মহাসচিব ড. মুহাম্মদ আল-জুন্দি, সাবেক ধর্মবিষয়ক মন্ত্রী ড. মুহাম্মদ মুখতার জুমা, সাবেক গ্র্যান্ড মুফতি ড. শাওকি আল্লাম, সুফি তরিকার প্রধান শেখ আবদুল হাদি আল-কাসাবি, সায়্যিদ...