ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জুয়েল (৩৫) নামে এক প্রবাসীকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে তার স্ত্রী ঝুমানা আক্তারের (২৫) বিরুদ্ধে। গত রোববার রাত আনুমানিক ১০টার দিকে নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের নয়ানগর গ্রামে বসতঘর থেকে জুয়েলের আগুনে পুড়া দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জুয়েলের স্ত্রী ঝুমানা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুয়েল নবাবগঞ্জ উপজেলার নয়ানগর গ্রামের মৃত আজহার উদ্দিনের ছেলে এবং জুয়েলের স্ত্রী ঝুমানা আক্তার উপজেলার নয়নশ্রী ইউনিয়নের পুরান তুইতাল গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর আগে জুয়েলের সাথে ঝুমানার আক্তারের বিয়ে হয়। তাদের ঘরে ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তবে বিয়ের পর জুয়েল বিদেশ চলে যাওয়ার পর ঝুমানা আক্তার পরকীয়ায় জড়িয়ে পড়ে। গত ২ মাস আগে বাহরাইন থেকে জুয়েল...