এ মামলায় মিলানের একটি আদালতের কাছে দাবি তোলা হয়েছে, প্ল্যাটফর্মগুলো যেন ইতালির আইন অনুযায়ী ১৪ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য কঠোর বয়স-যাচাই ব্যবস্থা গ্রহণ করে। এছাড়া মেটার মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকের কাছে সম্ভাব্য ম্যানিপুলেটিভ অ্যালগরিদম অপসারণ এবং অতিরিক্ত ব্যবহারের সম্ভাব্য ক্ষতি সম্পর্কে স্বচ্ছ তথ্য প্রদানের দাবিও জানানো হয়েছে। অ্যামব্রোসিও অ্যান্ড কমোডো আইন সংস্থা এবং ইতালিয়ান প্যারেন্টস মুভমেন্টের (এমওআইজিই) সম্মিলিত দায়ের করা এই মামলাটি মিলান আদালতের ব্যবসায়িক চেম্বারে ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে শুনানির জন্য নির্ধারিত হয়েছে। মামলার সঙ্গে যুক্ত আইনজীবী রেনাতো অ্যামব্রোসিও এক বিবৃতিতে বলেন, ‘শিশুদের জন্য বয়স নিষেধাজ্ঞা অতিক্রম করা খুবই সহজ। যা অনেকের জন্য ক্ষতিকর। এমন আচরণ বন্ধ করার জন্য এই মামলাটি করা হয়েছে।’ তবে নিরাত্তা ব্যর্থতার অভিযোগ অস্বীকার করে মেটার একজন মুখপাত্র বলেন, ‘কোম্পানিটি তরুণদের অনলাইনে নিরাপদ...