বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি চলতি ২০২৫-২৬ অর্থবছরে ৪ দশমিক ৮ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক। সম্ভাব্য এই প্রবৃদ্ধির হার সংস্থাটির আগের বছরের পূর্বাভাসের চেয়ে বেশি। সংস্থাটি বলছে, ২০২৪-২৫ অর্থবছরের শেষভাগ থেকে রপ্তানিতে ইতিবাচক ধারা, রেমিটেন্স প্রবাহ ও বৈদেশিক মুদ্রার সরবরাহ বৃদ্ধি, আর্থিক হিসাব ইতিবাচক ও বিনিময় হার স্থিতিশীল থাকায় এ প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে। গত সপ্তাহে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) পূর্বাভাস দিয়েছে, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৫ শতাংশ হতে পারে। মঙ্গলবার ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে তার চেয়ে কম জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিল বিশ্ব ব্যাংক। সংস্থাটি বলেছে, করোনা মহামারীর আগের দশক জুড়ে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হয় গড়ে ৬ দশমিক ৬ শতাংশ। মহামারীর পরেও এ ধারাবাহিকতা বজায় থাকার কারণ ছিল প্রণোদনা প্যাকেজ ও সম্প্রসারণমূলক মুদ্রানীতির পদক্ষেপ। এর মধ্যে ২০২২-২৩...