নতুন গানের দল ‘রকসল্ট’ নিয়ে এসেছে তাদের দ্বিতীয় গান ‘অগ্নিবীণা’। রোববার প্রকাশ পাওয়া গানটিতে উঠে এসেছে পাঁচজন তরুণ সঙ্গীতশিল্পীর এক অচেনা যাত্রার গল্প। গানের কথা লিখেছেন ব্যান্ডের ভোকাল সাজ্জাদ আল নাহিয়ান, গানের কম্পোজিশনে সমানভাবে অবদান রেখেছেন ব্যান্ডের অন্যান্য সদস্যরাও। গানটি ধারণ করা হয়েছে শিল্পী রাফা (এভয়েড-রাফার) হটবক্স স্টুডিওতে। তিনি প্রোডিউসার হিসেবে গানটির মিক্সিং ও মাস্টারিং করেছেন। ‘রকসল্ট বাংলাদেশ’ ইউটিউব চ্যানেলে গানটি শোনা যাচ্ছে। পাশাপাশি অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক ও স্পটিফাইয়েও মিলবে। শুধু অডিও নয়, গানটির মিউজিক ভিডিও আকারেও দেখা যাচ্ছে। ভিডিওটি নির্মাণ করেছেন তিহান খান ও দোলন মহন্ত। ভিডিওতে প্রকৃতি, আবেগ ও বন্ধুত্বের মিলনে গড়ে ওঠা সংগীতযাত্রার মুহূর্তগুলো ফুটে উঠেছে। গানটি নিয়ে দলের বেইজ গিটারিস্ট শোয়াইব রেজা রাজীব গ্লিটজকে বলেন, “ব্যস্ত শহরের কোলাহল থেকে দূরে, প্রকৃতির মাঝে আবেগ ও বন্ধুত্বের...