প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৭ অক্টোবর প্রকাশ পেতে যাচ্ছে ব্যান্ড অর্থহীনের নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’। ৮টি নতুন গান নিয়ে সাজানো এই অ্যালবামটি শ্রোতাদের এক ভিন্নধর্মী অভিজ্ঞতার মুখোমুখি করবে বলে জানিয়েছেন ব্যান্ডের প্রধান বেজিস্ট ও ভোকাল সাইদুস খালেদ সুমন। মঙ্গলবার নতুন অ্যালবামের ঘোষণার পাশাপাশি, এক মজার তথ্য শেয়ার করেন এই গায়ক। জানালেন, কীভাবে তিনি পরিচিতি পেলেন ‘বেজবাবা’ নামে।অনেকেরই ধারণা, দুর্দান্ত বেজ বাজানোর কারণেই সুমনকে বেজবাবা ডাকা হয়। তবে এই ধারণার পেছনের গল্পটা সম্পূর্ণ ভিন্ন। সুমন বলেন, ‘বেজবাবা টাইটেলের একটা মজার জিনিস আছে। আমি যেদিন বাবা হই সেদিন আমার এক স্টুডেন্ট আমাকে এসে বলে, বেজ বাবা। ব্যাপারটা কিন্তু এসেছে ওখান থেকে।’ তিনি আরও ব্যাখ্যা করেন, ‘আমি বাবা হওয়ার পর থেকে (এই নাম এসেছে)। আমি বেসের বাবা বা ফাদার অব বেস, তা...