আসন্ন নভেম্বরে বাংলাদেশ সফরের জন্য দুটি আলাদা ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আয়ারল্যান্ড। সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দলটি।২০২৩ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে আসে আয়ারল্যান্ড। সেই সিরিজেই প্রথমবারের মতো দুই দলের মধ্যে টেস্ট অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ সাত উইকেটে জয় পায়।বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তনএবার আয়ারল্যান্ডকে নেতৃত্ব দেবেন অ্যান্ড্রু বালবার্নি। ঘোষিত টেস্ট দলে রয়েছেন মাত্র সাতজন ক্রিকেটার, যারা ২০২৩ সালের স্কোয়াডে ছিলেন। নতুন করে চারজন ক্রিকেটার প্রথমবারের মতো ডাক পেয়েছেন টেস্ট দলে।টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে থাকছেন পল স্টার্লিং। আগামী বছরের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ (ভারত/শ্রীলঙ্কা) সামনে রেখে এই সিরিজকে বড় প্রস্তুতি হিসেবে দেখছে আয়ারল্যান্ড।টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন টিম টেক্টর। আর সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়া বেন ক্যালিটজ দলে জায়গা ধরে রেখেছেন।সিরিজসূচি:প্রথম টেস্ট: ১১–১৫ নভেম্বর, সিলেটদ্বিতীয় টেস্ট: ১৯–২৩ নভেম্বর, ঢাকাপ্রথম টি-টোয়েন্টি:...