দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (আজ) লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ সিকিউরিটিজে বড় দরপতন হয়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্য সূচক প্রায় ১ শতাংশ বা তার বেশি কমেছে। আর অতিরিক্ত বিক্রির চাপে লেনদেনের পরিমাণ বেড়েছে। তবে বড় দরপতনে একদিনেই এক্সচেঞ্জটির বাজার মূলধন ৭ হাজার কোটি টাকার বেশি কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে আজ মোট ৪০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৫টির আর কমেছে ২৮২টির। বিপরীতে ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে। দর কমা সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৩৮টি, ‘বি’ ক্যাটাগরির ৭১টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৭৩টি শেয়ার ও ইউনিট রয়েছে। অধিকাংশ সিকিউরিটিজের দর কমায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৭ পয়েন্ট কমে ৫ হাজার ৩৭৭ পয়েন্টে অবস্থান নিয়েছে। গতকাল লেনদেন শেষে...