মিশরে হামাস ও ইসরাইলের পরোক্ষ আলোচনায় সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে দেখা দিচ্ছে বন্দি বিনিময় ইস্যু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী ২৫০ ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে গাজায় আটক ৪৭ জন ইসরাইলিকে ফেরত দেওয়ার পরিকল্পনা চলছে, যাদের মধ্যে ২৫ জন মৃতদেহও রয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছেআল আরাবিয়াহ। তবে হামাস চাচ্ছে, যে কোনো চুক্তিতে অবশ্যই দশকের পর দশক ধরে ইসরাইলে বন্দি থাকা কিছু প্রখ্যাত ফিলিস্তিনি নেতাকে অন্তর্ভুক্ত করতে হবে, যাদের ফিলিস্তিনি আন্দোলনের প্রতীক হিসেবে দেখা হয়। ফাতাহের সিনিয়র নেতা বারগুতি ফিলিস্তিনিদের কাছে ভবিষ্যতের সম্ভাব্য প্রেসিডেন্ট হিসেবে দেখা হয়। ২০০২ সালে ‘অপারেশন ডিফেন্সিভ শিল্ড’-এর সময় আটক হন। বর্তমানে তিনি ৫টি যাবজ্জীবনসহ ৪০ বছর সাজা ভোগ করছেন। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতিমধ্যেই বলেছেন, ‘বারগুতি নেতৃত্বাধীন সন্ত্রাসের প্রতীক’ কোনো বন্দি বিনিময়...