যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতির ধাক্কায় বিপাকে পড়েছেন ভারতীয় শিক্ষার্থীরা। মাত্র এক বছরের ব্যবধানে মার্কিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক ভারতীয়দের ভিসা অনুমোদনের হার নাটকীয়ভাবে ৪৪.৫ শতাংশ কমে গেছে। খবর ইন্ডিয়া টুডের।ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্ট মাসে বিদেশি শিক্ষার্থীদের মোট ভিসা ইস্যু ১৯.১ শতাংশ হ্রাস পেয়েছে। তবে এর মধ্যে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে ভারতীয়দের ক্ষেত্রে।তথ্য বলছে, শুধু আগস্ট মাসেই যুক্তরাষ্ট্র ৮৬ হাজার ৬৪৭ জন চীনা শিক্ষার্থীকে ভিসা দিয়েছে, যা ভারতীয় শিক্ষার্থীদের তুলনায় দ্বিগুণেরও বেশি। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প প্রশাসন চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরায় ঘনিষ্ঠ করতে ভারতীয়দের ভিসা সীমিত করে চীনা শিক্ষার্থীদের জন্য সুযোগ বাড়াচ্ছে।গাজা ইস্যুতে বিক্ষোভকারীদের ভিসা বাতিলঅন্যদিকে, গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত বিক্ষোভের জেরে হাজার হাজার বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এদের...