ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে যে গাজা উপত্যকায় দখলদার বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা নতুন করে অতর্কিত হামলা চালিয়েছে এবং এতে কমপক্ষে ছয়জন সেনা আহত হয়েছে।হিব্রু ভাষার ওয়েবসাইট হাদাশোত বে'জামানের রিপোর্টে বলা হয়েছে, মঙ্গলবার হামাস যোদ্ধারা অবরুদ্ধ অঞ্চল জুড়ে ইসরায়েলি সেনা অবস্থান এবং টার্গেটগুলোতে প্রতিশোধমূলক আক্রমণ চালায়।প্রতিবেদনে আজ সকালে একটি গুরুতর "নিরাপত্তাগত ঘটনার" দিকে ইঙ্গিত করে বলা হয়েছে, প্রতিরোধ যোদ্ধারা একটি ইসরায়েলি সামরিক ফাঁড়িতে গুলি ও রকেট নিক্ষেপ করেছে।হামলায় ছয়জন ইসরায়েলি সেনা আহত হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা "গুরুতর"। অভিযানের পর, হতাহতদের সরিয়ে নেয়ার জন্য ইসরায়েলি সামরিক হেলিকপ্টারগুলোকে এলাকার ওপর দিয়ে উড়তে দেখা গেছে।এদিকে গাজার হাসপাতাল সূত্র জানিয়েছে যে আজ ভোর থেকে গাজা জুড়ে ইসরায়েলি গুলি বর্ষণে কমপক্ষে আট ফিলিস্তিনি শহীদ হয়েছেন।ইহুদিবাদী ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায়, ৭ অক্টোবর, ২০২৩ সাল থেকে গাজা...