মারুফা আক্তারের দুর্দান্ত শুরুর পর কিছুটা ঝিমিয়ে পড়ল বাংলাদেশ। তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশের বোলারদের অপেক্ষা বাড়াচ্ছিল ইংল্যান্ড। সেই খেলাতে প্রাণ ফিরিয়ে আনলেন স্পিনার ফাহিমা খাতুন। সবমিলিয়ে ইংল্যান্ডকে চোখ রাঙানি দিচ্ছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) নারী বিশ্বকাপের ম্যাচে রান তাড়ায় নেমে শুরুতেই বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে ইংল্যান্ড। প্রথম ওভারেই উইকেট তুলে নেন মারুফা। ফেরান ওপেনার অ্যামি জোন্সকে (৩ বলে ১)। সপ্তম ওভারে দ্বিতীয় হানা দেন মারুফাই। এবার ফেরান আরেক ওপেনার টমি বেউমাইন্টকে। ১৭ বলে ১৩ রান করে ফেরেন তিনি। এরপর প্রায় ১৩ ওভার বাংলাদেশের বোলারদের পরীক্ষা নেয় ইংল্যান্ড। তৃতীয় উইকেটে ৪০ রানের জুটিতে ম্যাচ নিজেদের করে নিচ্ছিলেন দুই ব্যাটার নাইট ও স্কিভার ব্রান্ট। এরপরই ইংল্যান্ড শিবিরে হানা দেন ফাহিমা। তিন উইকেট তুলে নেন নিয়ে চাপে ফেলে দেন ইংলিশদের। ১৭...