নভেম্বরের বাংলাদেশ সফরকে সামনে রেখে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল আয়ারল্যান্ড। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) টাইগারদের মুখোমুখি হতে যাওয়া এই দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। আগামী ৬ নভেম্বর বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দলের। আগামী ১১ নভেম্বর থেকে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ। যেখানে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ১৯ নভেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো খেলা হবে যথাক্রমে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। এর আগে সর্বশেষ ২০২৩ সালে বাংলাদেশে সফরে এসেছিল আয়ারল্যান্ড। যেখানে মিরপুরে একটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল উভয় দল। আর সেখানে লাল বলের ক্রিকেটে ৭ উইকেটের জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। আর তিন ম্যাচের টি-টোয়েন্টি...