বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হল প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে ‘আবরার ফাহাদ স্মৃতিফলক’। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় শেরে বাংলা হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে নির্মিত স্মৃতিফলকটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘আমাদের দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে—এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি যেন আর কখনো না ঘটে। এটি শুধু প্রশাসনের নয়, শিক্ষার্থী সমাজেরও প্রতিজ্ঞা।’ তিনি আরও বলেন, ‘আবরার সাহসিকতার সঙ্গে সত্য কথা বলেছিল। আজ যে স্মৃতিফলক উন্মোচন করা হয়েছে, সেটি শুধু প্রতীক নয়—সত্যের পক্ষে দাঁড়ানো ও দেশপ্রেমের চেতনা জাগ্রত রাখার অঙ্গীকার।’ শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, ‘বুয়েটে লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এবং তা নিষিদ্ধই থাকবে। কেউ এ ধরনের কার্যক্রম চালাতে চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।’ অনুষ্ঠানে উপস্থিত...