ভারতে কাশির সিরাপ পানে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। আরও নয় শিশুর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার (৭ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মধ্য প্রদেশের চিন্দওড়া জেলায় শিশুদের কাশির সিরাপ ‘কোল্ডরিফ’ পানে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে পৌঁছেছে। সবশেষ মারা যাওয়া দুইজনের মধ্যে একজনের বয়স দুই এবং অন্যজনের বয়স তিন বছর। এছাড়া আরও নয়জন শিশুর কিডনি ব্যর্থতার কারণে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। চিন্দওড়ার এডিএম ধীরেন্দ্র সিং বলেছেন, তার জেলার পাঁচ শিশুর অবস্থা গুরুতর। আরও পড়ুন>>ভারতে কাশির সিরাপ পানে শিশুদের মৃত্যু, ‘প্রেসক্রাইব’ করা চিকিৎসক গ্রেফতারভারতে কাশির সিরাপ পানে ১২ শিশুর মৃত্যু, সতর্কতা জারিভারতের তৈরি সিরাপে উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যুর অভিযোগভারতের দুই কাশির সিরাপ সেবনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তাট্রাম্পের ১০০ শতাংশ শুল্কে ভারতের...