গানটির সুর ও দৃশ্যায়নে রয়েছে এক অনন্য রেট্রো ফ্লেভার, যেখানে পুরনো বলিউডের গ্ল্যামার মিশে গেছে আধুনিক বিট আর স্টাইলে। গানের কোরিওগ্রাফি করেছেন জনপ্রিয় নৃত্যপরিচালক বিজয় গাঙ্গুলী। গানটিকে প্রাণবন্ত করেছেন শক্তিশালী কণ্ঠের গায়িকা রাশমিত কর। গানটি নিয়ে উচ্ছ্বসিত নোরা ফাতেহি বলেন, ‘দিলবার কি আঁখো কা’ পারফর্ম করা ছিল একদম রোমাঞ্চকর। প্রতিটি বিটে নাচার সময় আমি অনুভব করছিলাম, দর্শকরাও নিশ্চয়ই নাচতে চাইবেন। গানটি একেবারে এক্সপ্লোসিভ, সেই হাই এনার্জি পারফর্ম্যান্স আর গ্ল্যামারের যুগে ফিরিয়ে নিয়ে গেছে। কোরিওগ্রাফিটা দারুণ পাওয়ারফুল, হুক স্টেপটা খুবই ক্যাচি আর পুরো শুটিংটাই ছিল যেন মিউজিকের হার্টবিটে মুভ করা।আরও পড়ুননেটিজেনদের তোপের মুখে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়সুরকার জুটি সচিন-জিগার বলেন, আমরা চেয়েছিলাম গানটা যেন একদম জীবন্ত মনে হয়- বিট, মিউজিক আর পারফর্মারের সাথে এর সংযোগ যেন প্রবল হয়। রাশমিতের কণ্ঠ আর নোরার পারফর্ম্যান্স...