ব্রাজিলিয়ান ক্লাব বাহিয়ার অধিনায়ক এভেরতন রিবেইরো জানিয়েছেন, থাইরয়েড ক্যান্সারের জন্য সোমবার তার অস্ত্রোপচার হয়েছে। এক মাস আগে ক্যান্সার ধরা পড়লেও এতদিন এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি তিনি। ৩৬ বছর বয়সী রিবেইরো ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লেখেন, “প্রায় এক মাস আগে, আমার থাইরয়েড ক্যান্সার ধরা পড়ে। আজ (সোমবার) আমার অস্ত্রোপচার হয়েছে এবং সবকিছু ঠিকঠাক হয়েছে, ঈশ্বরকে ধন্যবাদ।” কঠিন সময়ে পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এই বছর এখন পর্যন্ত ৫৩ ম্যাচে তিনটি গোল ও সাতটি অ্যাসিস্ট করা রিবেইরো গত রোববার ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে তার দলের ১-০ গোলে জয়ের ম্যাচেও শুরু থেকে খেলেছেন। ২০১৪ থেকে ২০২২ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের জার্সিতে ২২ ম্যাচ খেলেছেন তিনি। কাতার...